২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

উপদেষ্টা ফারুক-ই-আজম মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুক-ই-আজমকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবন, ঢাকা, ১৩ আগস্টছবি: বাসস

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

এর আগে আজ বেলা ১১টার পরে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন ফারুক-ই-আজম। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথ পাঠ করান।

এ নিয়ে তিন ধাপে প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ মোট ১৭ জন উপদেষ্টা শপথ নিলেন।

ফারুক-ই-আজমের শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। আরও কয়েকজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তিন বাহিনীর প্রধান, বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পরে ফারুক-ই-আজম উপদেষ্টার শপথ ও গোপনীয়তার শপথে সই করেন।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জন্মগ্রহণকারী ফারুক-ই-আজম ‘অপারেশন জ্যাকপট’-এর একজন সাব-কমান্ডার ছিলেন, যেটি চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে পরিচালিত সবচেয়ে বড় অভিযানগুলোর একটি।

ফারুক-ই-আজম ১৯৮৯ সালে চট্টগ্রামে প্রথম বিজয় মেলার অন্যতম সংগঠক এবং পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সক্রিয় সদস্য ছিলেন।