করোনায় ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৩
দেশে গতকাল রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৪৩ জনের। এর মধ্যে ৩৬ জনই ঢাকার।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৭।
দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৪৪ হাজার ৮২২ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ১১ হাজার ৭৮৮ জন। আক্রান্ত ব্যক্তিদের ২৯ হাজার ৪৭৫ জন মারা গেছেন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই বছরের ১৮ মার্চ। এর তিন বছর পর গত মে মাসে করোনার কারণে জারি করা বৈশ্বিক জরুরি অবস্থা প্রত্যাহার করার ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।