সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২০ আগস্ট, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।

সব উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ

দেশের সব (৪৯৩টি) উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। তাঁদের জায়গায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার এ বিষয়ে পৃথক আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
বিস্তারিত পড়ুন...

এবার ঢাকা উত্তর-দক্ষিণসহ ১২ সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ

প্রতীকী ছবি

এবার ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে। সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ আদেশ দিয়েছে। এই ১২ সিটি করপোরেশন হলো ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ। বিস্তারিত পড়ুন...

সাবেক মন্ত্রী দীপু মনি গ্রেপ্তার

দীপু মনি
ফাইল ছবি

সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। রাত আটটার দিকে দীপু মনিকে গ্রেপ্তারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিস্তারিত পড়ুন...

শিক্ষার্থীর মুখ চেপে ধরা পুলিশ পরিদর্শক আরশাদ সাময়িক বরখাস্ত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার নিরস্ত্র পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার ডিএমপির কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে আরশাদকে সাময়িক বরখাস্ত করা হয়। বিস্তারিত পড়ুন...

ধানমন্ডিতে রাস্তায় পাওয়া ২ কোটি টাকা দামের গাড়িটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের

ধানমন্ডির বায়তুল আমান মসজিদের সামনে রাস্তায় এই গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল
ছবি: ইউএনবি

রাজধানীর ধানমন্ডির বায়তুল আমান মসজিদের সামনে রাস্তায় প্রায় ২ কোটি টাকা দামের বিলাসবহুল একটি গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। রোববার (১৮ আগস্ট) সকাল থেকে ঢাকা মেট্রো-ঘ ২১-৮৪৫৬ নম্বর প্লেটযুক্ত গাড়িটি সেখানে পড়ে ছিল। পরে মধ্যরাতে সেনাবাহিনীর সহযোগিতায় গাড়িটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
বিস্তারিত পড়ুন...