এনআইডি সেবা ইসির কাছে রাখার বিষয়ে কমিশন একমত: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন নিজ দপ্তরের সামনে কথা বলছেনছবি: প্রথম আলো

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের (ইসি) হাতে রাখার দাবিতে আজ বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে স্মারকলিপি দিয়েছেন ইসি সচিবালয়ের কর্মকর্তারা। এ সময় তাঁরা সিইসির দপ্তরের সামনে কিছু সময় অবস্থান কর্মসূচি পালন করেন।

পরে সিইসি এ এম এম নাসির উদ্দীন বলেন, এনআইডি সেবা ইসির কাছে থাকবে, এ বিষয়ে কমিশন একমত। কমিশনের মতামত সরকারকে লিখিতভাবে জানানো হবে।

শুরু থেকেই এনআইডি সেবা দিয়ে আসছে ইসি। বিগত আওয়ামী লীগ সরকার এই সেবাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে নিতে আইন সংশোধন করেছিল। তবে তা কার্যকর হয়নি।

এখন অন্তর্বর্তী সরকার জন্ম নিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে স্বতন্ত্র একটি কমিশন করার উদ্যোগ নিয়েছে। এমন পরিস্থিতিতে এনআইডি সেবা নিজেদের হাতে রাখতে কর্মসূচি পালন শুরু করলেন ইসি সচিবালয়ের কর্মকর্তারা।

আজ দুপুরে নিজ দপ্তরের সামনে ইসি সচিবালয়ের কর্মকর্তাদের আশ্বস্ত করে সিইসি নাসির উদ্দীন বলেন, এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়েছে বলে তাঁর জানা নেই। কীভাবে এটা করা হতে পারে, তা নিয়ে আলোচনা চলছে।

নাসির উদ্দীন বলেন, এনআইডি ইসির কাছে আছে, থাকবে—এ বিষয়ে নির্বাচন কমিশন সম্পূর্ণ একমত। ইসির মতামত সরকারের কাছে লিখিতভাবে জানানো হবে। ১৭ বছর ধরে ইসির কর্মকর্তারা শ্রম দিয়েছেন, সারা দেশে একটি নেটওয়ার্ক উন্নয়ন করেছেন। সার্বিক বিষয়গুলো সরকার বিবেচনায় নেবে বলে আশা করেন সিইসি।

তবে সিইসি বলেন, সরকার যদি আইন করে ফেলে, তাহলে তা ইসিকে মানতে হবে। কিন্তু আইন তৈরির প্রক্রিয়ায় ইসি তার মতামত জরুরিভাবে তুলে ধরবে।

বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন ও সদস্যসচিব মোহাম্মদ রহমানের সই করা স্মারকলিপিতে বলা হয়, এনআইডি সেবা অন্য কোনো কর্তৃপক্ষের হাতে ন্যস্ত করা হলে নানা সমস্যা তৈরি হবে। এতে ভোটার তালিকার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। নাগরিকদের তথ্যের গোপনীয়তার অধিকার ক্ষুণ্ন হবে। তথ্যভান্ডারের শুদ্ধতা নষ্ট হবে। তথ্যের নিরাপত্তায় হুমকি দেখা দেবে। প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের অস্তিত্বের সংকট দেখা দেবে। নির্বাচন পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হবে।

মোহাম্মদ মনির হোসেন সাংবাদিকদের বলেছেন, তাঁরা আগামী বুধবারের মধ্যে দৃশ্যমান অগ্রগতি প্রত্যাশা করছেন। তা না হলে ১৩ মার্চ ইসি সচিবালয়সহ সারা দেশের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করবেন। তারপরও দাবি পূরণ না হলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।