মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮ ইউনিট
রাজধানীর মহাখালীর সাত তলা বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোর রাত ৪ টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। তবে তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল হাসান।
বনানী থানাধীন মহাখালীর সাত তলা বস্তির আগুন লাগার খবর পেয়ে পুলিশের গুলশান বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট থানার কর্মকর্তাগণও উপস্থিত হয়েছেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভোর রাত ৪টা ৮ মিনিটে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে তৎপর রয়েছেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর তাঁরা পাননি।
ঘটনাস্থলে উপস্থিত বনানী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হক আব্বাসী প্রথম আলোকে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করে যাচ্ছেন। আগুনে কেউ আহত হয়েছেন, কি না সেটি এখনও জানা সম্ভব হয়নি।