ফোন করে স্ত্রীকে হত্যার খবর দিলেন স্বামী
রাজধানীর পুরান ঢাকার মাহুততুলী এলাকার একটি বাসা থেকে রত্না আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, এটা হত্যাকাণ্ড। পারিবারিক কলহের জেরে তাঁর স্বামী মো. আরিফ (২০) তাঁকে হত্যা করে থাকতে পারেন।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) শিশির কুমার কর্মকার প্রথম আলোকে বলেন, দুই দিন আগে জামালপুর থেকে স্বামীকে নিয়ে মামার বাসায় বেড়াতে আসেন রত্না। বাসার নিচতলার একটি কক্ষে স্বামী–স্ত্রী ছিলেন। আর মামা–মামি থাকেন বাসার দোতলায়। দুপুরের দিকে রত্নার মামিকে ফোন করেন আরিফ। ফোন পেয়ে ওই কক্ষে গিয়ে রত্নার মরদেহ দেখতে পান তাঁর মামি।
শিশির কুমার বলেন, আরিফকে ধরতে পুলিশের একটি দল অভিযান চালাচ্ছে। তাঁকে গ্রেপ্তার করা গেলে হত্যার কারণ জানা যাবে।
পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে থানায় খবর আসে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষ করে রত্নার মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় রাত সাড়ে ১২টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।