ডিএসসিসির পাওনা টাকা পরিশোধ করল গ্রামীণফোন
সিটি করপোরেশন এলাকায় মোবাইল টাওয়ার ব্যবহার বাবদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) ৯ কোটি ৬৩ লাখ টাকা দিয়েছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। গত সাত বছরের বকেয়া বাবদ এই টাকা দেওয়া হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
গ্রামীণফোন কর্তৃপক্ষের কাছ থেকে বকেয়া আদায় প্রসঙ্গে ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক বলেন, ‘আইন ও তফসিল অনুযায়ী সিটি করপোরেশন মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে টাকা পাওনা হলেও উদ্যোগের অভাবে কখনো আদায় করতে পারেনি। মেয়রের নির্দেশনায় আমরা এ বিষয়ে উদ্যোগ নিয়ে সব মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের কাছে করপোরেশন এলাকায় ব্যবহৃত টাওয়ারের তথ্য-উপাত্ত চেয়ে চিঠি দিয়েছি। তার পরিপ্রেক্ষিতে গ্রামীণফোন কর্তৃপক্ষ গত সাত বছরের বকেয়া বাবদ ৯ কোটি ৬৩ লাখের বেশি টাকা পরিশোধ করেছে।’
আদর্শ কর তফসিল ২০১৬-এর ১০ (৪.২৯৭) ধারা অনুযায়ী সিটি করপোরেশন এলাকায় মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো তাদের টাওয়ার/বিটিএস ব্যবহারে সংশ্লিষ্ট বাড়ির মালিকের সঙ্গে যে চুক্তি করে, সেই চুক্তির ছয় ভাগের এক ভাগ টাকা করপোরেশনকে দিতে হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, গ্রামীণফোনের স্টেট এজেন্সি এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট বিভাগের পরিচালক এস এম রায়হান রশিদ, টাওয়ার ইনফ্রা অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মো. ফিরোজ উদ্দীন এবং ট্যাক্সেশন অ্যান্ড ফিশকাল কমপ্লায়েন্স বিভাগের প্রধান ও পরিচালক মো. আরিফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।