ছিনতাই ঠেকাতে...

ফুয়াদ আহসান চৌধুরী প্রথম আলোকে বলেন, ছিনতাই বাড়ার কারণে অফিসগামী সাইক্লিস্টরা সাইকেল চালানো বন্ধ করে দিয়েছেন। আরও অনেকে সাইকেল চালানো বন্ধ করে দেওয়ার কথা ভাবছিলেন। সভায় সাইক্লিস্টরা তাঁদের অভিযোগ পুলিশকে জানিয়েছেন। এখন থেকে কোনো সাইক্লিস্ট ছিনতাইয়ের শিকার হলে সঙ্গে সঙ্গে তিনি তা থানায় জানাবেন। থানা-পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। ভুক্তভোগী মামলা বা জিডি যা-ই করতে চান, পুলিশ তাঁদের সহায়তা করবে। যদি কোনো কারণে পুলিশ সহায়তা না করে, সে ক্ষেত্রে বিষয়টি তাঁরা গুলশান অঞ্চলের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে জানাবেন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক প্রথম আলোকে বলেন, ওই জায়গায় তাঁরা টহল ও নজরদারি এরই মধ্যে বাড়িয়েছেন। তা ছাড়া সাইক্লিস্টদের সঙ্গে সাদাপোশাকে পুলিশ ও গোয়েন্দারা থাকবেন।