ডাকসু নির্বাচনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র মৈত্রী। আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নুজিয়া হাসিন রাশা বলেন, ‘স্বৈরাচার এরশাদের পর ডাকসু নির্বাচন বন্ধ হয়ে যায়। সর্বশেষ ২০১৯ সালে যে ডাকসু নির্বাচন হয়েছিল, সেটিও প্রশ্নবিদ্ধ। যদি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্বাচন না হয়, গণতন্ত্র কখনোই ফিরবে না।’
এই নেতা বলেন, ‘প্রতিনিয়তই বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, “আমরা তোমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছি।” কিন্তু কারা এই প্রতিনিধি! বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা কি আমাদের প্রতিনিধি, তাদের কি আমরা নির্বাচিত করেছি?’
সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সামি আবদুল্লাহ বলেন, ‘আমরা একটি বিপ্লবের মধ্য দিয়ে যাওয়ার পরও আমাদের যে আকাঙ্ক্ষা, তা এখন পর্যন্ত পূরণ হয়নি। ৫ আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিভিন্ন পদে পরিবর্তন আসার পর তারা বিভিন্ন বিষয়ে পদক্ষেপ গ্রহণ করলেও ডাকসুর বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা চাই, শিক্ষার্থীর সমস্যা নিরসনে ডাকসুর গঠনতন্ত্রে ক্ষমতাকাঠামো সংস্কার করে অবিলম্বে যেন ডাকসু নির্বাচন দেওয়া হয়।’
বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য ইশরাত জাহান।