রাজধানীতে এক দিনে ৬ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীর বনানী, বাড্ডা, মুগদা, কমলাপুর ও শাহবাগ এলাকায় আজ শনিবার ছয়জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানা গেছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়াসহ সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তা ও মারা যাওয়া ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলে এসব জানা যায়।
বনানী রেলস্টেশনের ট্রেনে কাটা পড়ে মারা যান সৌরভ রায় (২৫) নামের এক যুবক। শনিবার দুপুর সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সানু মং মারমা বলেন, রেললাইনের ওপর দিয়ে অসতর্কভাবে হেঁটে যাওয়ার সময় সৌরভ ট্রেনে কাটা পড়ে মারা যান। সৌরভ পরিবারের সঙ্গে কেরানীগঞ্জে থাকতেন।
উত্তর বাড্ডার একটি বাসার সাততলা ভবনের ছাদে গাছে পানি দেওয়ার সময় পড়ে গিয়ে মারা যায় তাসিন (১৭) নামের এক কিশোর। আজ সকাল ৯টার সময় এ ঘটনা ঘটে। তাসিনের খালু মো. সাঈদ বলেন, একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করত তাসিন। পরিবারের সঙ্গে উত্তর বাড্ডার বাসায় ভাড়া থাকত।
এ ছাড়া মুগদার একটি বাসা থেকে জালাল উদ্দিন (৪২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিক তদন্তের পর ধারণা করছে, পারিবারিক কলহের জের ধরে জালাল ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। তাঁর গ্রামের বাড়ি পাবনায়।
এদিকে আজ সকাল ১০টার দিকে রাজধানীর শাহবাগ থানাধীন হাইকোর্ট মাজারসংলগ্ন শিক্ষা ভবনের বিপরীত পাশের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। শাহবাগ থানার এসআই মাহমুদ হাসান বলেন, তিনি ভবঘুরে ছিলেন। তাঁর বয়স আনুমানিক ৪০ বছরের মতো হবে। অসুস্থতার কারণে লোকটির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।
কমলাপুর রেলস্টেশনের সামনের ফুটপাত থেকেও অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তিকে অচেতন অবস্থায় রাত ৮টা ২০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে, মারা যাওয়া ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। তাঁর বয়স ৪০ বছরের মতো হবে।
মুগদায় স্বপন নামের একজন রিকশাচালকের অস্বাভাবিক মৃত্যু হয়। মুগদা থানার উপপরিদর্শক হাসানউজ্জামান বলেন, শনিবার বেলা তিনটার দিকে অসুস্থ অবস্থায় তাঁকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।