ক্রীড়া সাংবাদিক সাইদ সাদীর একক চিত্র প্রদর্শনী

১৬ জুলাই পর্যন্ত বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে প্রদর্শনী
ছবি: সংগৃহীত

ক্রীড়া সাংবাদিক সাইদ সাদীর একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন হচ্ছে আজ শুক্রবার সন্ধ্যায়। ঢাকার ধানমন্ডির সফিউদ্দীন শিল্পালয়ে সন্ধ্যা ছয়টায় এই উদ্বোধন হবে।

খেলার দুনিয়ায় চোখ থাকে সাইদ সাদীর। রং নিয়েও খেলেন তিনি। ছেলেবেলা থেকে আঁকিয়ে সত্তা ধারণ করেছেন। নানা সময়ে পোশাকে পেইন্ট করে ছোটখাটো প্রদর্শনী করে সাড়া পেয়েছেন। কিন্তু ক্যানভাসে অ্যাক্রিলিক রং নিয়ে কাজ করার সাহস হয় ২০২২ সালে। কোভিডের সময় অবসরে পেইন্টিং দিয়েছে প্রশান্তি। ছোট থেকে শুরু, এরপর নেশায় পরিণত হয়। দুই বছরে জমানো ছবি প্রদর্শনীর জন্য চেষ্টা এর পর থেকে।

অবশেষে স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। একক চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা।

সাইদ সাদী পড়েছেন ইংরেজি সাহিত্যে। সংবাদ উপস্থাপনাও করেছেন। পরিবার, কাছের মানুষের প্রেরণা আর স্বপ্ন নিয়ে এগিয়েছেন ছবির জগতে।

একক চিত্র প্রদর্শনী ১৬ জুলাই পর্যন্ত চলবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী।