৫ ঘণ্টা পর সড়ক ছাড়লেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা
চাকরিতে পুনর্বহালের দাবিতে সড়কে অবস্থান নেওয়া চাকরিচ্যুত পুলিশ সদস্যরা আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে সড়ক থেকে সরে গেছেন। বেলা ১১টার দিকে তাঁরা রাজধানীর হাইকোর্ট–সংলগ্ন শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন। এর ফলে ওই এলাকার পাশাপাশি আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সড়ক ছেড়ে যাওয়ার সময় চাকরিচ্যুত পুলিশ সদস্যরা (কনস্টেবল থেকে উপপরিদর্শক) আগামী রোববার সকালে সচিবালয়ের সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগে তাঁরা চাকরিচ্যুত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আজ বেলা ১১টার দিকে চাকরিচ্যুত দুই শতাধিক পুলিশ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সচিবালয়ের দিকে যেতে চাইলে শিক্ষা ভবনের সামনে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় তাঁরা রাস্তায় সেখানেই বসে পড়েন। বেলা ১টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করতে তাঁদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে যায়। কিন্তু সে সময় উপদেষ্টা সচিবালয়ে না থাকায় তাঁরা ফিরে আসেন। বেলা সোয়া ৩টার দিকে সচিবালয়ের মোড়ে সাংবাদিকদের বলেন, তাঁরা আগামী রোববার সকালে সচিবালয়ের সামনে অবস্থান নেবেন।
সচিবালয় থেকে ফিরে এসে প্রতিনিধিদলের একজন সাংবাদিকদের বলেন, ‘আজকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার দেখা পাইনি। কারণ, তিনি তখন সচিবালয় ছিলেন না।’ বিকেল পৌনে ৪টার দিকে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা সড়ক ছেড়ে চলে যান।
আজ বিকেলে যোগাযোগ করা হলে পুলিশের রমনা অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে জানান, চাকরিচ্যুত পুলিশ সদস্যরা আজ বিকেল পৌনে ৪টার দিকে সড়ক ছেড়ে চলে গেলে যানজট পরিস্থিতি স্বাভাবিক হয়। সড়ক ছেড়ে চলে যাওয়ার সময় চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পক্ষ থেকে বলা হয়েছে, রোববার সকালে সচিবালয়ের সামনে অবস্থান নেবেন তাঁরা।
পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগে পুলিশ কনস্টেবল থেকে উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার ২ হাজার ২০০ জনকে চাকরিচ্যুত করা হয়েছে বলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা দাবি করেছেন।