৭২ ঘণ্টার মধ্যে ডাকসু নির্বাচনের রূপরেখা দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্রদলের পক্ষ থেকে সিন্ডিকেট সভায় ডাকসু নিয়ে আলোচনায় বাধা দেওয়ার অভিযোগও তুলেছেন তাঁরা। বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বিক্ষোভ শুরু হয়। চলে ঘণ্টাখানেক। হলপাড়া হিসেবে পরিচিত মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলসংলগ্ন এলাকা থেকে রাত পৌনে ১২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা ‘ডাকসু যারা চায় না, শিক্ষার্থীদের শত্রু তারা’, ‘এক দুই তিন চার, ডাকসু আমার অধিকার’, ‘দিতে হবে দিতে হবে, ডাকসু দিতে হবে’, ‘লেজুড়বৃত্তির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’, ‘ডাকসু আমার অধিকার, বাধা দেয় সাধ্য কার’ ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাকিব আহমেদ বলেন, ‘গণতান্ত্রিক ডাকসুর যাঁরা বিরোধিতা করেন, তাঁদের জায়গা এই ক্যাম্পাসে হবে না।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকার বক্তব্যের শুরুতে বৃহস্পতিবারের সিন্ডিকেট সভায় ছাত্রদল কর্তৃক হেনস্তার প্রতিবাদ ও নিন্দা জানান। তিনি বলেন, ‘উপাচার্যকে অপমান করার মাধ্যমে ছাত্রদল পুরো বিশ্ববিদ্যালয়কে অপমান করেছে।’ ডাকসুর প্রসঙ্গে মাহিন সরকার বলেন, ‘৭২ ঘণ্টার মধ্যেই ডাকসু নির্বাচনের রোডম্যাপ (রূপরেখা) ঘোষণা করতে হবে। আমরা শিক্ষার্থী নির্যাতনের আর পুনরাবৃত্তি চাই না।’
রাত পৌনে একটার দিকে বিক্ষোভ সমাবেশ শেষ করেন বিক্ষোভকারীরা।
তবে সূর্য সেন হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবিদুর রহমান উপাচার্যকে হেনস্তার অভিযোগকে ‘জঘন্য মিথ্যাচার’ বলে মন্তব্য করেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা ওপেন চ্যালেঞ্জ জানাতে পারি, এমন কোনো ঘটনাই ঘটেনি।’