উত্তরায় চীনা নাগরিক খুন, সন্দেহভাজন দুজন থাইল্যান্ডে গেছেন

প্রতীকী ছবি

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে এক চীনা নাগরিকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম ওয়াং বু (৩৭)। তিনি ৯ বছর ধরে বাংলাদেশে পাথরের ব্যবসায় যুক্ত ছিলেন। খবর পেয়ে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

তদন্তসংশ্লিষ্ট পুলিশ সূত্র জানিয়েছে, ওয়াং বু সহকর্মীদের সঙ্গে ওই বাসায় বসবাস করতেন। এক মাস আগে সহকর্মীদের নিয়ে তিনি ওই ভাড়া বাসায় উঠেছিলেন। ভবনটির সিসিটিভি ক্যামেরার ফুটেজে বুধবার রাতে আরও দু-তিনজন চীনা নাগরিকের সঙ্গে তাঁকে ওই বাসায় ঢুকতে দেখা যায়। রাত ১২টার কিছু সময় পরে ওয়াংয়ের সঙ্গে যাওয়া ব্যক্তিরা বাসা থেকে বের হয়ে যান। তাঁরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।

ওয়াংয়ের মাথার পেছনেসহ শরীরের আরও কয়েকটি জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন। তিনি বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, ওয়াংয়ের সঙ্গে দুই চীনা নাগরিক বাসাটিতে প্রবেশ করেছিলেন। বুধবার রাত ১২টা ১০ মিনিটের দিকে তাঁরা ওই বাসা থেকে বের হয়ে যান। এরপর রাত ৩টা ১১ মিনিটে তাঁরা থাইল্যান্ডে চলে যান।

সন্দেহভাজন ওই দুই চীনা নাগরিক যে গাড়িতে করে বাসাটি থেকে বের হয়েছিলেন, সেই গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে বলে জানান উপকমিশনার তালেবুর রহমান। তিনি বলেন, বাসা থেকে বের হওয়ার সময় তাঁদের পরনে রক্তমাখা জামা ছিল। সেগুলো উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলছে।

ময়নাতদন্তের জন্য ওয়াংয়ের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।