ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার মধ্যরাতে রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ছাত্রীর নাম আনিকা মেহেরুন্নেসা (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নওগাঁয়। বাবার নাম ফিরোজ মিয়া।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) বিরাজ মিস্ত্রি আজ সোমবার প্রথম আলোকে বলেন, তাঁরা খবর পেয়ে ঘটনাস্থলে যান। ছাত্রীর নিথর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আনিকা আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এই তথ্য জানিয়ে এসআই বিরাজ মিস্ত্রি বলেন, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) এক ছাত্রকে থানায় আনা হয়েছে। তবে তাঁকে গ্রেপ্তার করা হয়নি। তদন্তের পর ঘটনাটি সম্পর্কে নিশ্চিত করে বিস্তারিত তথ্য জানানো যাবে।