৭ মার্চের ভাষণের চেতনায় এগিয়ে যাওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
বাঙালি জাতিকে অদম্য করে তুলতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরে এই ঐতিহাসিক ভাষণের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
বৃহস্পতিবার সকালে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ৫০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে আরাফাত বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের প্রতিটি শব্দ যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তাতে কোনো সন্দেহ নেই। তবে আমার সবচেয়ে ভালো লাগে— “সাত কোটি মানুষকে দাবিয়ে রাখতে পারবা না” কথাটি। এই শব্দগুলোতে অনুপ্রাণিত হয়ে সামনের দিনগুলোতে আপনাদের এগিয়ে যাওয়া উচিত।’
তথ্য প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার ঘোষণার প্রথম অংশটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের মাধ্যমে বাস্তবায়িত হয়েছিল, যেখানে তিনি উচ্চারণ করেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
মোহাম্মদ আলী আরাফাত আরও বলেন, অবশেষে ২৫ মার্চ রাতে নিরস্ত্র বাঙালিদের ওপর সামরিক হামলার পর পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগেই বঙ্গবন্ধু ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার চেতনা শুধু মৌলিক অধিকার—খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং স্বাধীনতার মূল প্রতিপাদ্য হচ্ছে মাথা উঁচু করে দাঁড়ানো এবং কারও কাছে মাথা নত না করা।