রাজধানীতে চোর চক্রের সদস্য সন্দেহে ৩ জন গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিং এলাকায় তারবিয়া একাডেমির স্টুডিও থেকে মূল্যবান যন্ত্রপাতি চুরির ঘটনায় একটি চোর চক্রের সদস্য সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বুধবার রাজধানী পান্থপথের বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নোমান (২০), মোবারক আলী (২৪) ও রাজ সোহেল (৩৭)।
আজ বুধবার বিকেলে সিআইডির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ অক্টোবর সকাল ৬টা থেকে ৭টার মধ্যে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিং এলাকায় অবস্থিত তারবিয়া একাডেমির প্রধান নির্বাহী সৈয়দ জিহাদুল ইসলামের অফিস স্টুডিও থেকে একটি ভিডিও ক্যামেরা, একটি জুম লেন্স এবং একটি গ্রাফিকস ট্যাবলেটসহ ৫ লাখ ৮৭ হাজারে টাকার মালামাল চুরি হয়। এ ব্যাপারে তারাবিয়া একাডেমির প্রধান নির্বাহী সৈয়দ নুরুল ইসলাম মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পায় সিআইডি ঢাকা মেট্রোর দক্ষিণ বিভাগ। সিআইডি প্রযুক্তি ব্যবহার করে চোর চক্রের অবস্থান শনাক্ত করে এবং বসুন্ধরা শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে তিন চোরকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে একটি ভিডিও ক্যামেরা, একটি জুম লেন্স, গ্রাফিকস ট্যাবলেট ও বিভিন্ন মুঠোফোন সেট।
সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। চক্রের অন্য চোরদের আইনের আওতায় আনতে সিআইডির তদন্ত অব্যাহত রয়েছে।