হারিয়ে যাওয়া ৫৩টি মুঠোফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশ

হারিয়ে যাওয়া মুঠোফোনগুলো প্রকৃত মালিকদের শনিবার বুঝিয়ে দেয় পুলিশছবি: ডিএমপি নিউজের সৌজন্যে

রাজধানীতে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৫৩টি মুঠোফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দিয়েছে পুলিশ। শনিবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানা–পুলিশ এই মুঠোফোনগুলো প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের তথ্য বলছে, মুঠোফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মালিকেরা তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ কয়েক দিনে ২৪টি মুঠোফোন উদ্ধার করে। পরে তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনার রব্বানী হোসেন উদ্ধার করা ২৪টি মুঠোফোন মালিকদের কাছে হস্তান্তর করেন।

এ ছাড়া ২৯টি মুঠোফোন হারিয়ে যাওয়ার ঘটনায় হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি হয়। সেগুলো উদ্ধার করে আজ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

হারিয়ে যাওয়া মুঠোফোন অল্প সময়ের মধ্যে ফিরে পেয়ে পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।