দুই কারণে মেট্রোরেল চলেনি পৌনে ৯টা পর্যন্ত
আজ রোববার সকালে প্রায় পৌনে দুই ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। এ কারণে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষেরা। সকাল ৭টা ১০ মিনিটে প্রথম ট্রেন চলাচলের কথা থাকলেও আজ ৮টা ৪৫ মিনিটের পর সেটি চালু হয়।
ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার সঙ্গে যুক্ত সূত্র জানায়, সকালে মেট্রো চলাচল দুই দফা বিপত্তিতে পড়ে। এ জন্য সকালে চালুই করা যায়নি। প্রথমে মেট্রোরেল বন্ধ রাখা হয় বজ্রপাতের কারণে। পরে বিদ্যুতের তারে পলিথিন পড়লে চলাচল বন্ধ রাখা হয়।
একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, মেট্রোরেলের লাইনের ওপর বিদ্যুতের তার (ওভারহেড ক্যাটেনারি সিস্টেম) খোলা। সকালে বজ্রপাত হলে স্বয়ংক্রিয়ভাবে ঝুঁকির সংকেত আসে। তখন সতর্কতার জন্য বিদ্যুতের লাইন বন্ধ রাখা হয়।
এরপর আধা ঘণ্টা পর চালুর উদ্যোগ নিলে কর্তৃপক্ষ জানতে পারে বিজয় সরণি এলাকায় বৈদ্যুতিক তারের সঙ্গে পলিথিন আটকে আছে। পরে তার থেকে পলিথিন সরাতে আরও আধা ঘণ্টার বেশি সময় লাগে। সব ঠিক করে মেট্রোরেলব্যবস্থা স্বাভাবিক করে চালু হয় পৌনে ৯টার দিকে।
সকালে মিরপুর–১০ থেকে অফিসে আসার জন্য স্টেশনে গিয়ে বিপত্তির কথা জানতে পারেন ব্যাংক কর্মকর্তা রাগেবুল হাসান। তিনি বলেন, আধা ঘণ্টা অপেক্ষার পর স্টেশন থেকে বের হয়ে যান। তিনি জানান, নিজের গাড়ি থাকার পরও তিনি এখন মেট্রোরেলেই যাতায়াত করেন। কিন্তু আজ পরে ২৫০ টাকায় সিএনজি অটোরিকশা ভাড়া করে মতিঝিল গেছেন।
এদিন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একটি সূত্র ট্রেন চলাচলে বিঘ্ন ঘটার দুই কারণ নিশ্চিত করেছে।
ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, সকালে ঝোড়ো বাতাসের সময় একটি ফয়েল পেপার উড়ে এসে বিজয় সরণি ও ফার্মগেট স্টেশনের মাঝামাঝি কোনো এক জায়গায় ওভারহেড ক্যাটেনারিতে পরে।