রাজধানীতে বোমা তৈরির সরঞ্জামসহ দুই সহোদর গ্রেপ্তার
রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকা থেকে বোমা তৈরির সরঞ্জামসহ সন্দেহভাজন দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাঁদের গ্রেপ্তার করে।
মিরপুর শাহ আলী এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই যুবক হলেন রেজওয়ানুল ইসলাম (২৩) ও মো. মাহমুদুল ইসলাম (২৬)। তাঁরা আপন ভাই। তাঁদের বাবার নাম মো. মনিরুল ইসলাম।
ডিএমপি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, জব্দকৃত বোমা তৈরির সরঞ্জামের মধ্যে রয়েছে দুই বোতল গ্যাস ক্যান, অটো সুইচ, মরিচ বাতি, দুটি রামদা, বারুদ, দেশলাই, ক্যাপাসিটর, রিমোট কন্ট্রোল চাবি, ঘড়ি, জিআই পাইপ, সকেট, সুইচ, ওজন মাপার মেশিন, বল বিয়ারিং, তারকাঁটা, বৈদ্যুতিক তার, স্কচটেপ, চিমটাসহ অন্যান্য উপকরণ।
শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে সিটিটিসির অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।