পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সড়ক অবরোধ
আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরিতে পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করেছেন। আজ বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবাজার এলাকায় পুলিশ সদর দপ্তরের সামনের সড়ক অবরোধ করেন তাঁরা। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। বিকেল ৫টার দিকে সড়ক থেকে সরে যান তাঁরা। তবে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টায় আবারও অবস্থান কর্মসূচি পালনের কথা জানিয়েছেন।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম সাংবাদিকদের বলেন, আন্দোলনরত পুলিশ সদস্যদের দাবির বিষয়টি খতিয়ে দেখার জন্য পুলিশ সদর দপ্তর একটি কমিটি করে দিয়েছে। সেই কমিটি কাজ করছে। বৃহস্পতিবার তাদের একটি বৈঠক করার কথা রয়েছে।
এর আগে আজ সকালে পুলিশ সদর দপ্তরের সামনের ফুটপাতে ‘শান্তিপূর্ণ অবস্থান’ কর্মসূচি পালন শুরু করেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। তবে দাবি মানার কোনো আশ্বাস না পেয়ে বেলা ২টার দিকে সড়ক অবরোধ করেন তাঁরা। এ সময় তাঁরা স্লোগান দেন, ‘নতুন স্বাধীন বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই; আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; আমার পোশাক ফিরিয়ে দে, নইলে বিষ কিনে দে; দাবি মোদের একটাই, নির্বাহী আদেশ চাই’ ইত্যাদি।