রাজধানীতে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে ডিএমপি

রাজধানীতে আজ শুক্রবার সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন বেলা পৌনে একটার দিকে প্রথম আলোকে বলেন, আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীতে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আজ বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ডেকেছিল বিএনপি। আর আওয়ামী লীগ সমাবেশ ডেকেছিল বঙ্গবন্ধু অ্যাভিনিউতে।

এদিকে আজ রাজধানীর মোহাম্মদপুর, বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের।

রাজধানীর উত্তরায় বেলা সোয়া ১১টার দিকে আন্দোলনকারীরা উত্তরা পূর্ব থানা ঘিরে অবস্থান নিলে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের (টিয়ার) শেল ও রাবার বুলেট ছোড়া শুরু করে। দুপুর ১২টার দিকে দেখা যায়, আন্দোলনকারীরা উত্তরা রাজলক্ষ্মী সেন্টার ও বিএনএস টাওয়ারের সামনের সড়ক অবরোধ করে অবস্থান নিয়ে আছেন।

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় সকাল থেকে আন্দোলনকারী ও পুলিশের সঙ্গে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া চলছে। সকাল আটটা থেকে আন্দোলনকারীরা সেখানে জড়ো হতে থাকেন। এ সময় পুলিশ কয়েক দফায় রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। এখানে বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুপুর সোয়া ১২টার দিকে দেখা যায়, পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে অভিযান চালাচ্ছে।

রাজধানীর বাড্ডাসংলগ্ন গুদারাঘাট থেকে গুলশান এক নম্বরের দিকে যেতে সড়কে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। দুপুর ১২টার দিকে ওই এলাকাটিতে এমন অবস্থা দেখা গেছে।

এ ছাড়া যাত্রাবাড়ী, মালিবাগসহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেশির ভাগ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।