ছাত্র-জনতার ওপর অস্ত্র হাতে হামলার অভিযোগে তিনজন গ্রেপ্তার

লিটন আকন্দ
ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে। এতে বলা হয়, লিটন আকন্দ ও তাঁর দুই সহযোগী ধারালো অস্ত্র হাতে যাত্রাবাড়ী এলাকায় ছাত্র-জনতার ওপর হামলায় অংশ নিয়েছিলেন। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও গানপাউডার উদ্ধার করা হয়।

লিটন আন্দোলনকারীদের ওপর চাপাতি নিয়ে আক্রমণ করছেন এমন ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে লিটন ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লিটন আকন্দের দুই সহযোগীর নাম জানা যায়নি।