বংশালে পুলিশ ফাঁড়ি ভবনের বারান্দা ধসে পড়েছে

পুরান ঢাকার বংশাল পুলিশ ফাঁড়ি ভবনের বারান্দা ধসে পড়ে। ঢাকা, ৩০ জুন
ছবি: ডিএসসিসির সৌজন্যে

রাজধানীর পুরান ঢাকার মাহুতটুলী এলাকায় বংশাল পুলিশ ফাঁড়ি ভবনের বারান্দা ধসে পড়েছে। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে বংশাল থানা-পুলিশ।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান প্রথম আলোকে বলেন, ওই ভবন থেকে পুলিশ সদস্যদের পাশের একটি স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বংশাল পুলিশ ফাঁড়ি ভবনের বারান্দা দুপুরের দিকে ধসে পড়ে। ঢাকা, ৩০ জুন
ছবি: ডিএসসিসির সৌজন্যে

পুলিশ সূত্র জানায়, একতলা ভবনটি অনেক পুরোনো ও জরাজীর্ণ। ফাঁড়িতে প্রায় ৩০ জন পুলিশ সদস্য ছিলেন। দুপুরের দিকে বৃষ্টি হচ্ছিল, হঠাৎ বিকট শব্দে ভবনের অংশ থাকা বারান্দাটি ধসে পড়ে। এ ঘটনার পর কিছু পুলিশ সদস্যকে পাশের ফাঁড়িতে পাঠানো হয়েছে।

বংশাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আবদুর রহিম বলেন, দুজন পুলিশ সদস্য কর্তব্যরত ছিলেন। বাকিরা দুপুরের খাবার খাচ্ছিলেন। বিকট শব্দে বারান্দাটি ধসে পড়ার সময় সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ওই ভবনের পাশের একটি টিনশেড ঘরে পুলিশ সদস্যরা আশ্রয় নেন। এতে কেউ আহত হননি।