শহীদ দিবসে আজ ‘বর্ণমেলা’
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের অংশ হিসেবে আজ একুশে ফেব্রুয়ারিতে আয়োজিত হতে যাচ্ছে ‘বর্ণমেলা’। বাংলা বর্ণ নিয়ে সৃজনশীল আয়োজন বর্ণমেলা ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। বাংলা বর্ণমালা, ভাষা ও ভাষাগত ঐতিহ্যের পাশাপাশি এ-সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রদর্শিত হবে এ মেলায়। দুরন্ত শৈশবের আনন্দ নিয়ে জমবে এবার বর্ণমেলা।
প্রথম আলোর আয়োজনে বর্ণমেলায় সহযোগিতা করছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড মেরিল বেবি। সহযোগিতা করছে সেপনিল, সুপারমম এবং প্রচার সহযোগী এটিএন বাংলা।
এবারও মেলায় শিশু-কিশোরদের জন্য থাকছে কিছু প্রতিযোগিতা। দশম শ্রেণি পর্যন্ত যেকোনো শিক্ষার্থী অংশ নিতে পারবে এ প্রতিযোগিতায়। থাকবে দুরন্ত শৈশবের বর্ণাঙ্কন (ছবি আঁকা) ও বর্ণলিখন (সুন্দর হাতের লেখা) প্রতিযোগিতা। দুরন্ত শৈশবের বর্ণাঙ্কন প্রতিযোগিতা শুরু হবে সকাল ৯টায়, হাতের লেখা প্রতিযোগিতা বেলা ১০টায়। আর বর্ণ বানানোর প্রতিযোগিতা বর্ণ কারিগরে অংশগ্রহণকারীদের পাঠানো বর্ণ দিয়েই আয়োজন করা হবে প্রদর্শনীর। প্রতিযোগিতা হবে তিন বিভাগে। তৃতীয় শ্রেণি পর্যন্ত ‘ক’ বিভাগ, চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি ‘খ’ এবং সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেবে ‘গ’ বিভাগের হয়ে।
বর্ণমেলায় থাকবে সেরা চিঠির প্রদর্শনী, ঐতিহ্যবাহী নানান খেলা, পাপেট শো, জাদু প্রদর্শনী, গানসহ নানা আয়োজন।
দিনব্যাপী আয়োজনটিতে অতিথি হিসেবে শিল্পী আবদুল মান্নান, অভিনেতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন, শিল্পী ফারেহা জেবা, শিল্পী আনিসুজ্জামান সোহেল, অভিনেত্রী সাবিলা নূর, কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা, কণ্ঠশিল্পী ওয়ার্দা আশরাফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং জেসমিন জামান, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হকসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।