মুক্তিযুদ্ধে পল-এলেন দম্পতির অজানা গল্প নিয়ে প্রদর্শনী শুরু

মুক্তিযুদ্ধে পল ও এলেন কনেট দম্পতির অজানা গল্প নিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকায় ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যানছবি: প্রথম আলো

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পল কনেট ও এলেন কনেট দম্পতির অসাধারণ অবদানের গল্প নিয়ে তিন দিনব্যাপী এক প্রদর্শনীর উদ্বোধন হয়েছে।

আজ বুধবার রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকায় ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যান। প্রদর্শনীর যৌথ আয়োজক মুক্তিযুদ্ধ জাদুঘর ও গুলশান সোসাইটি।

জেমস গোল্ডম্যান বলেন, পল কনেট ও এলেন কনেটের যে গল্প, সেটা সত্যিই প্রেরণামূলক। এখানে আসার আগপর্যন্ত তাঁদের গল্প তিনি জানতেন না। এই গল্প দুই দেশের মধ্যকার ঐতিহাসিক বন্ধনেরই প্রতিফলন।

১৯৭১ সালের মার্চে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, তখন নবদম্পতি পল ও এলেন কনেট ইউরোপে হানিমুন শেষ না করেই যুক্তরাজ্যের লন্ডনে ফেরেন। তাঁরা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়ে বৈশ্বিক জনমত গঠন, তহবিল সংগ্রহ ও গণহত্যার বিরুদ্ধে যুক্তরাজ্যের ট্রাফালগার স্কয়ারে হাজারো মানুষের সমাবেশ করেন।

এই দম্পতিসহ অন্য সংগঠকেরা মিলে ‘অ্যাকশন ফর বাংলাদেশ’ নামের একটা প্ল্যাটফর্ম গড়ে তোলেন। মুক্তিযোদ্ধাদের জন্য ওষুধপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে তাঁরা বাংলাদেশে প্রবেশ করেন। এসব ঘটনার স্থিরচিত্রসহ মুক্তিযুদ্ধে এই দুজনের অজানা সব গল্পের সম্ভার থাকছে এ প্রদর্শনীতে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী চলবে।