প্রেসক্লাব এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ
রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার সকালে গাজীপুরের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা তিন মাসের বকেয়া বেতন, ঈদের বোনাস, মাতৃত্বকালীন ছুটির টাকাসহ বিভিন্ন দাবিতে প্রথমে শ্রম ভবনে যান।
শ্রম ভবন থেকে শ্রমিকেরা দুপুরের দিকে সচিবালয়ের দিকে রওনা হন। শ্রমিকদের মিছিলটি প্রেসক্লাব এলাকায় সচিবালয়মুখী রাস্তায় আসার পর পুলিশ তাঁদের যেতে বাধা দেয়। একপর্যায়ে পুলিশ তাঁদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।
পরে উত্তেজিত শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে।
এ ঘটনায় কয়েকজন শ্রমিক আহত হয়েছেন, তবে তাঁদের পরিচয় শনাক্ত করা যায়নি।
পুলিশ সদস্যরা জানান, ১৪৪ ধারা জারি থাকা অবস্থায় সচিবালয় এলাকায় যেকোনো সভা–সমাবেশ ও মিছিল নিষিদ্ধ। কিন্তু আন্দোলনরত শ্রমিকেরা সচিবালয়ের ভেতর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।