আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার রাতে এ ঘটনা ঘটে। র্যাব সদর দপ্তর রাত সোয়া ১০টার দিকে এক খুদে বার্তায় এ তথ্য জানায়। র্যাব সূত্র জানায়, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ও ডগ স্কোয়াড ঘটনাস্থলে যাচ্ছে।
এর আগে রাত সাড়ে আটটার দিকে রাজধানীর ওয়ারী থানার ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পুলিশ বলছে, উড়ালসড়কের ওপর থেকে থানার ফটকে ককটেল ছুড়ে মারা হয়। খবর পেয়ে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে ছুটে যায়।
এ দুই ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।