ফিলিস্তিন মুক্ত করার দাবিতে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিন স্বাধীন করার দাবিতে আজ শুক্রবার বায়তুল মোকাররমের সামনে আল–কুদস কমিটি বাংলাদেশ বিক্ষোভ মিছিল করেছেছবি: প্রথম আলো

‘আল–কুদস’ বা ‘মসজিদুল আকসা’ মুক্ত করা, গাজায় গণহত্যা বন্ধ এবং ফিলিস্তিন স্বাধীন করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আল-কুদস কমিটি বাংলাদেশ।

আজ শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

মিছিল থেকে ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়ো, ফিলিস্তিন স্বাধীন করো’, ‘দুনিয়ার মুসলিম এক হও লড়াই করো’, ‘ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’-সহ নানা স্লোগান দেওয়া হয়। একই সঙ্গে সংক্ষিপ্ত সমাবেশ থেকে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছে।

আল–কুদস কমিটি বাংলাদেশের সেক্রেটারি মোস্তফা তারেক উল হাসান বলেন, ‘যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনের নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে। তারা কখনো এ যুদ্ধে জয়ী হতে পারবে না। আমরা ফিলিস্তিন মুক্ত করার আহ্বান জানাচ্ছি।’

সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য দেন আল-কুদস কমিটি বাংলাদেশের অফিস সম্পাদক মোস্তফা হাফেজ আলী, উপদেষ্টা মাওলানা হায়দার আলী। এ সময় কমিটির অন্য সদস্য ও নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।