গাবতলীতে চাঁদা না দেওয়ায় বাস আটকে রাখার অভিযোগ

গাবতলীর ম্যাপ

রাজধানীর গাবতলীতে আজ শনিবার বিকেলে এক পরিবহন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে। চাঁদা না দেওয়ায় ওয়ার্ড বিএনপির এক নেতার নেতৃত্বে কয়েকজন মিলে একটি বাসটি আটকে রাখেন বলে অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী।

ওই ব্যবসায়ীর আসাদুজ্জামান এরশাদ। তিনি আজ বিকেলে প্রথম আলোকে বলেন, আজ বিকেল চারটার দিকে তিনি তাঁর মালিকানার একটি বাস মেরামত করাতে গাবতলী বাস টার্মিনালে যান। এ সময় ঢাকা মহানগর উত্তরের ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল কবিরের নেতৃত্বে কয়েকজন তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় চাঁদাবাজেরা তাঁর বাসটি আটকে রাখেন। ওই ঘটনা তিনি দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়েছেন।

আসাদুজ্জামানের অভিযোগ, এর আগেও তাঁর কাছে চাঁদা চেয়েছিলেন ওই ব্যক্তিরা। ওই ঘটনায় তিনি দারুসসালাম থানায় তখন সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

জানতে চাইলে বিএনপি নেতা খাইরুল কবির প্রথম আলোকে বলেন, আসাদুজ্জামানের কাছে এক শ্রমিক টাকা পান। আসাদুজ্জামানকে সেই টাকা পরিশোধ করতে বলা হয়েছে।

এ ব্যাপারে আজ বিকেলে যোগাযোগ করা হলে দারুসসালাম থানার ওসি রকিব-উল-হাসান প্রথম আলোকে বলেন, এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।