সাঁতারকুল থেকে আফতাবনগর পর্যন্ত নৌপথ চালু করবে ঢাকা উত্তর সিটি
রাজধানীর উত্তর বাড্ডার সাঁতারকুল এলাকা থেকে সুতিভোলা খাল হয়ে আফতাবনগর পর্যন্ত নৌপথ চালুর চিন্তা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আজ বুধবার এই খাল পরিদর্শনে গিয়ে উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম এই ঘোষণা দিয়েছেন।
মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘৪০ বছর পর সুতিভোলা খাল দিয়ে নৌকায় চড়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যাতায়াত করছি। নতুন বাজার এক শ ফিট থেকে শুরু করে ঐতিহ্যবাহী সুতিভোলা খাল হয়ে আফতাবনগর পর্যন্ত নৌপথ চালু করা হবে। আধুনিকভাবে খালের পাড় বাঁধানো হবে, সবুজায়ন করা হবে। পাড় দিয়ে ওয়াকওয়ে ও সাইকেল লেন নির্মাণ করে দেওয়া হবে। দখল ও দূষণমুক্ত করে হাতিরঝিলের আদলে সুতিভোলা খালকে নান্দনিকভাবে সাজানো হবে।’
এদিন স্থানীয় কাউন্সিলরদের সঙ্গে নিয়ে সাঁতারকুল ব্রিজের নিচ থেকে নৌকায় চড়ে সরেজমিনে সুতিভোলা খাল পরিদর্শন করেন মেয়র আতিকুল। পরিদর্শন শেষে সাঁতারকুল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এলাকাবাসীর সঙ্গেও মতবিনিময় করেন তিনি।
খালে নির্বিচার বর্জ্য ফেলে নোংরা করায় ক্ষোভ জানিয়ে ঢাকা উত্তর সিটির মেয়র বলেন, ‘উন্নত দেশগুলোতে বাড়ির সামনে খাল বা লেক রাখে। আমাদের এখানে খালকে বাড়ির পেছনে ফেলা হয়। পরে সেই খাল ডাস্টবিন হিসেবে ব্যবহৃত হয়। এ জন্য একের পর এক খাল দখল হয়ে যাচ্ছে। এভাবে চলতে দেওয়া যায় না।’
মেয়র আতিক বলেন, ঢাকা উত্তর সিটির মহাপরিকল্পনায় সুতিভোলা খাল দিয়ে নৌকা নিয়ে সাঁতারকুল হয়ে আফতাবনগর দিয়ে হাতিরঝিল ঘুরে বালু নদে নৌকা চলাচল করার বিষয়টি যুক্ত আছে।
এ সময় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘আমরা খাল নিয়ে মাস্টারপ্ল্যান করছি। এডিবি (এশীয় উন্নয়ন ব্যাংক) আমাদের খালের উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহী। আজকে এডিবির একজন কনসালট্যান্ট (পরামর্শক) আমাদের সঙ্গে পরিদর্শনে এসেছেন। ঢাকা শহরের যানজট নিরসনে নৌপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুতিভোলা খালে নৌপথ চালু হবে। এ ছাড়া মিরপুর রূপনগর খাল হয়ে তুরাগ নদ পর্যন্ত নৌপথ চালু হবে।’
মেয়র বলেন, ‘এক্সপার্টদের (বিশেষজ্ঞ) সঙ্গে আলাপ করছি কীভাবে সব নৌপথে সংযোগ সৃষ্টি করা যায়। অনেক বাজেট প্রয়োজন। বিভিন্ন সংস্থার সাথে আলাপ করছি। আশা করছি জনগণের সহযোগিতায় দ্রুতই কার্যক্রম চালু করতে পারব।’
পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাছিমা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।