জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে ব্যাটারিচালিত রিকশাচালকদের গণ–অবস্থান কর্মসূচি পালন, তীব্র যানজট

সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা। ২৪ নভেম্বর, রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনেছবি: প্রথম আলো

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে আজ রোববার ‘গণ–অবস্থান’ কর্মসূচি পালন করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা। এতে সংশ্লিষ্ট সড়কগুলোতে তীব্র যানজট দেখা দেয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ সকাল ১০টা থেকে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নেন। একটি ট্রাকে মঞ্চ বানিয়ে তাঁরা ‘গণ–অবস্থান’ কর্মসূচি পালন করেন। দুপুর সোয়া ১টার দিতে তাঁরা সড়ক ছেড়ে দেন।

আরও পড়ুন

কর্মসূচির কারণে প্রেসক্লাবের সামনের সড়কের দুই পাশ দিয়েই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া আশপাশের সড়কগুলোয় তৈরি হয় তীব্র যানজট।

আন্দোলনকারীদের দাবি, ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করতে হবে। বিআরটিএ কর্তৃক লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট দিতে হবে।

ট্রাকে মঞ্চ বানিয়ে ব্যাটারিচালিত রিকশাচালকদের গণ–অবস্থান কর্মসূচি চলছে। ২৪ নভেম্বর, রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে
ছবি: প্রথম আলো

রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা আবদুল্লাহ আল ক্বাফী বলেন, ন্যায্য দাবি আদায়ে আজ গণ–অবস্থান কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুন

গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর পর থেকে আন্দোলনে নামেন বিক্ষুব্ধ রিকশাচালকেরা। গত বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক ও মহাখালীতে সড়ক-রেলপথ অবরোধ করেন রিকশাচালকেরা।

আরও পড়ুন