কৃষিসচিব ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের অপসারণ দাবিতে সড়ক অবরোধ

রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনের সড়ক আজ রোববার অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন আন্দোলনকারীরাছবি: সংগৃহীত

কৃষিসচিব ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের অপসারণ দাবিতে রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে।

‘ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীদের’ ব্যানারে আজ রোববার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত খামারবাড়ি থেকে ফার্মগেটমুখী সড়ক অবরোধ করা হয়। অবরোধে এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি তীব্র যানজট। পরে সেনাসদস্যরা সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

মিরপুরের সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীর পরিচয় দেওয়া শিহাব উদ্দিন প্রথম আলো বলেন, তাঁরা এক মাস ধরে কৃষিসচিবসহ কয়েকজন কর্মকর্তার অপসারণ দাবিতে আন্দোলন করছেন। এই কর্মকর্তারা শেখ হাসিনার আস্থাভাজন ছিলেন। এখনো তাঁরা বহাল তবিয়তে আছেন। তাঁরা দেশে অস্থিতিশীলতা তৈরি করছেন। সে জন্য কৃষিসচিব ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের অপসারণ চান শিক্ষার্থীরা।

একই কলেজের শিক্ষার্থী পরিচয় দেওয়া আবদুর রহিম বলেন, ‘এই কৃষিসচিব বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপন কমিটির সদস্যসচিব ছিলেন। তিনি এখনো কীভাবে সচিব থাকেন?’

আবদুর রহিম আরও বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলমকেও অপসারণ করতে হবে।

সড়ক থেকে সরে যাওয়ার পর বেশ কিছু আন্দোলনকারীকে প্ল্যাকার্ড নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভেতরে অবস্থান করতে দেখা যায়।