রাজধানীর মিরপুরে বাসায় আগুনে দগ্ধ একজনের মৃত্যু
রাজধানীর মিরপুরে বাসায় আগুন লেগে দগ্ধ হওয়া দুজনের একজন মারা গেছেন।
গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গৃহবধূ হাজেরা বেগম (৪৫)। ইনস্টিটিউটের আবাসিক সার্জন আইয়ুব হোসেন আজ রোববার প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন।
একই হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ গৃহকর্মী আরিয়ান (১৪)। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সার্জন আইয়ুব হোসেন।
আইয়ুব হোসেন বলেন, হাজেরা বেগমের শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল। আরিয়ানের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, হাজেরা বেগমের লাশ কলেজের মর্গে রাখা হয়েছে।
গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মিরপুর ১৩ নম্বর সেকশনের টিনশেড বাড়ির একটি কক্ষে আগুন লাগে। এতে গৃহকর্ত্রী হাজেরা বেগম ও গৃহকর্মী আরিয়ান গুরুতর দগ্ধ হয়। পরে দুজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
হাজেরা বেগমের স্বামী আবদুস সালাম বলেছেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে তাঁরা নিশ্চিত হতে পারেননি।