সন্ধ্যায় মাতুয়াইলে বাসে আগুন

বিএনপির অবরোধের মধ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মাতুয়াইলে বাসটিতে আগুন দেওয়া হয়েছে
ছবি: সংগৃহীত

বিএনপিসহ বিরোধীদের ডাকা তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মাতুয়াইলের মাদ্রাসা বাজার রোডে একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়, সন্ধ্যা পৌনে সাতটার দিকে মাতুয়াইলের মাদ্রাসা বাজার রোডে আসিয়ান পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পোস্তাগোলা স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়। এই ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এর আগে আজ বেলা আড়াইটার দিকে শাহজাদপুরের বাঁশতলায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

বিএনপির এই দফা অবরোধের মধ্যে গতকাল ও আজ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল করে দলটি। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত দুই দফায় পাঁচ দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি দেয় বিএনপি। গতকাল তৃতীয় দফায় দুই দিনের অবরোধ শুরু হয়।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, প্রথম দফার অবরোধের তিন দিনে মোট ৩০টি যানবাহনে আগুন দেওয়া হয়। আর দ্বিতীয় দফার অবরোধে আগুন দেওয়া হয় ২৫টি গাড়িতে।