লটারি করে রাজউকের ৬৭ কর্মকর্তার বদলি
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজউক) কর্মরত ৬৭ জন ইমারত পরিদর্শককে লটারির মাধ্যমে বিভিন্ন জোনে বদলি করা হয়েছে। আজ সোমবার রাজউকের প্রধান কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকদের সামনে এ লটারি হয়। লটারির পরপরই বদলি কর্মকর্তাদের জন্য নতুন অফিস আদেশ জারি করা হয়। প্রথমবার লটারির মাধ্যমে কর্মকর্তা বদলি করা হলো।
অফিস আদেশ অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী বুধবারের মধ্যে নতুন জোনে যোগ দিতে হবে, না হলে তারা তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে বিবেচিত হবেন। বদলি নিয়ে তদ্বির ঠেকানো ও কাজে গতি ফেরানোর উদ্দেশ্যে এই প্রক্রিয়ায় বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
জানা গেছে, বদলি হওয়া ৬৭ জন একই জোনে ৩ থেকে ৯ বছর দায়িত্ব পালন করছিলেন। লটারির উদ্দেশ্য সম্পর্কে রাজউকের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা বলেন, লটারির মাধ্যমে বদলি করা হচ্ছে, যাতে সেবার মান বাড়ে। এতে ইমারত পরিদর্শকদের কাজে উৎসাহ বাড়বে বলেও মনে করেন রাজউক চেয়ারম্যান। তিনি বলেন, যাঁদের বদলি করা হয়েছে তাঁরা ভাববেন, তাঁদের ইচ্ছা করে বদলি করা হয়নি। এর ফলে তাঁরা কাজ একটু উৎসাহিত হবেন।
লটারির সময় রাজউক চেয়ারম্যান বলেন, ‘অভিযোগ আছে, তিনি (ইমরাত পরিদর্শক) তো অমুক ক্ষমতাশালী ব্যক্তির তদ্বিরে এসেছেন। তিনি কী কাজ করবেন। সে কারণে আমরা দেখলাম যদি এভাবে বদলি করা যায়, যেখানে সবাই সমান। এতে করে জনগণের কাছে বার্তা যাবে তিনি কারও লোক নন।’