বসন্ত উৎসবে রঙিন বকুলতলা
পয়লা ফাল্গুন আজ। ছন্দ, সুরে চলছে বসন্তবরণ উৎসব। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় রয়েছে মানুষের ভিড়। সবাই মেতেছে এ উৎসবে।
নতুন প্রজন্মের কাছে দেশের ঋতুভিত্তিক উৎসব ছড়িয়ে দিতে প্রতিবছরই এ উৎসবের আয়োজন করে আসছে জাতীয় বসন্ত উৎসব উদ্যাপন পরিষদ। এবারের ১৪৩০ বঙ্গাব্দের বসন্ত উৎসবটি ৩০তম।
সকাল সোয়া সাতটায় সেতারে রাগ বসন্তমুখারী বাদন দিয়ে শুরু হয় আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলার আয়োজনে সমবেত গান, নৃত্য পরিবেশনা, একক পরিবেশনা, শিশু-কিশোর ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের পরিবেশনা নিয়ে সাজানো হয়েছে ‘এসো মিলি প্রাণের উৎসবে’ শিরোনামের এ আয়োজন।
বসন্তকথন পর্ব, প্রীতিবন্ধনী বিনিময়, আবির বিনিময় ও আনন্দ শোভাযাত্রা দিয়ে শেষ হয় উৎসবের সকালের পর্ব। সকাল ১০টার দিকে বসন্ত-আনন্দ শোভাযাত্রাটি চারুকলা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে আবার চারুকলায় ফিরে আসে। জাঁকজমকপূর্ণ এ আয়োজনে অংশ নিতে দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন শিল্পীরা।
চারুকলায় বসন্ত উৎসবে অংশ নিতে এসেছেন অনেক মানুষ। বাসন্তী শাড়ি আর গাঁদা ফুলে ছেয়ে গেছে পুরো এলাকা। সন্তানদের নিয়ে আসা অভিভাবকের বলছেন, শিশুকে প্রকৃতির সঙ্গে হাতে ধরে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ হচ্ছে।
আছেন কয়েকজন বিদেশি অতিথিও। তাঁরা বলছেন, বাংলাদেশের এই উৎসব খুব রঙিন মনে হচ্ছে তাদের কাছে।
বিকেলের পর্ব ‘বসন্ত বিকেল’ শুরু হবে বেলা সাড়ে তিনটায় বেঙ্গল পরম্পরার যন্ত্রসংগীত পরিবেশনের মধ্য দিয়ে। এ পর্বেও শিশু-কিশোর ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পরিবেশনা, দলীয় সংগীত ও দলীয় আবৃত্তি এবং একক সংগীত ও আবৃত্তিশিল্পীরা পরিবেশন করবেন।
বেলা সাড়ে তিনটায় একযোগে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক ও উত্তরা দিয়াবাড়ীর লেকসংলগ্ন মাঠে বসন্ত উৎসব উদ্যাপন পরিষদের উদ্যোগে ‘বসন্ত উৎসব-১৪৩০’-এর অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।