এতিম শিশুসহ দুই মাদ্রাসার ৮০০ শিক্ষার্থীর জন্য প্রথম আলোর ইফতার
এতিম শিশুসহ দুটি মাদ্রাসার ৮০০ শিক্ষার্থীর জন্য আজ সোমবার ইফতার ও রাতের খাবারের আয়োজন করেছে প্রথম আলো। মাদ্রাসা দুটি হলো রাজধানীর তেজগাঁওয়ের মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসা ও মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসা।
এই দুটি মাদ্রাসা পরিচালনা করে রহমতে আলম ইসলাম মিশন। এই মিশনের অধীনে মাদ্রাসার ভেতরে ছেলে ও মেয়েদের এতিমখানা রয়েছে। ইফতারের আগে প্রথম আলোর প্রশাসন বিভাগের পক্ষ থেকে এতিমখানার ছেলেমেয়ে ও শিক্ষার্থীদের হাতে খাবার তুলে দেওয়া হয়। ইফতারি হিসেবে ছিল খেজুর, বেগুনি, ছোলা, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, জিলাপি ও ফ্রুট ড্রিংকস। সঙ্গে রাতের খাবার হিসেবে দেওয়া হয় কাচ্চি বিরিয়ানি।
ইফতারের আগে এতিমখানায় সংক্ষিপ্ত আলোচনা ও মোনাজাত করেন মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও রেক্টর মাওলানা আবু সালেহ মুহাম্মদ তাজুল আলম। মোনাজাতে দেশ ও প্রথম আলোর সার্বিক কল্যাণ ও উন্নতি কামনা করা হয়। পাশাপাশি ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমান, ট্রান্সকম গ্রুপের পরিচালনা পর্ষদের প্রয়াত সদস্য আরশাদ ওয়ালিউর রহমান, ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমানের ছোট মেয়ে প্রয়াত শাজনীন তাসনিম রহমান এবং প্রথম আলো পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
মোনাজাতের আগে মাওলানা আবু সালেহ মুহাম্মদ তাজুল আলম বলেন, এই মাদ্রাসা ও এতিমখানার প্রতিবেশী প্রথম আলো। প্রতি রমজানে এভাবে এক দিন মেহমানদারি করায় তিনি প্রথম আলোকে আন্তরিক ধন্যবাদ জানান।
এ সময় রহমতে আলম ইসলাম মিশনের তত্ত্বাবধায়ক মাওলানা নজরুল ইসলাম, বালক মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোস্তফা কামাল, মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মজির উদ্দিন এবং মাদরাসা-ই-হেফজুল কোরআনের শিক্ষক হাফেজ মাওলানা জামসীদ আহমেদ উপস্থিত ছিলেন। মাদ্রাসার শিক্ষার্থী ও এতিম ছেলেদের সঙ্গে ইফতারে অংশ নেন প্রথম আলোর যুগ্ম ফিচার সম্পাদক জামিল বিন সিদ্দিক, হেড অব মার্কেটিং আজওয়াজ খান, ডেপুটি হেড অব রিপোর্টিং ইমাম হোসেন সাঈদ, ডেপুটি হেড অব আইটি মো. মনোয়ার আজম, প্রশাসন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক এ বি এম খায়রুল কবীর, মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার রহমতুল্লাহ, প্রশাসন বিভাগের উপব্যবস্থাপক আবদুল্লাহ আল নাঈম, মানবসম্পদ বিভাগের উপব্যবস্থাপক ফাহিম মুসাব্বিরসহ অনেকে।
অন্যদিকে মহিলা মাদ্রাসার আবাসিক ভবনে শিক্ষার্থী ও এতিম শিশুদের সঙ্গে ইফতারে অংশ নেন প্রথম আলোর বিশেষ প্রতিবেদক মানসুরা হোসাইন, অ্যাড সেলস ব্যবস্থাপক ওমানা ইসলাম ও মানবসম্পদ বিভাগের নির্বাহী মায়মুনা আক্তার চৌধুরী।
প্রথম আলো ২০১১ সাল থেকে প্রতিবছর পবিত্র রমজান মাসে এতিম শিশুদের মধ্যে ইফতারি ও খাবার বিতরণ করে আসছে।