উত্তরায় রামদা দিয়ে প্রকাশ্যে দম্পতিকে কোপানো: দুই আসামি রিমান্ডে
রাজধানীর উত্তরায় দম্পতিকে রামদা দিয়ে প্রকাশ্যে কোপানোর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুজনকে দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ মঙ্গলবার এ আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত দুজন হলেন মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২১)।
এর আগে উত্তরা পশ্চিম থানা পুলিশ মোবারক ও রবিকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদনের বিরোধিতা করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত মোবারক ও রবি রায়কে দুদিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক প্রথম আলোকে বলেন, ঘটনাটি ঘটে গতকাল সোমবার রাত নয়টার দিকে, উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, বেপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দিয়েছিল। এ ঘটনায় প্রথমে রিকশাচালক প্রতিবাদ করেন। পাশের আরেকটি মোটরসাইকেলে ছিলেন এক দম্পতি। তাঁরাও এ ঘটনার প্রতিবাদ জানান। তখন ধাক্কা দেওয়া মোটরসাইকেলের দুই আরোহী আরও কয়েকজনকে ডেকে আনেন। পরে ওই দম্পতির ওপর দুজন ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন। হামলাকারীরা স্থানীয় অপরাধী চক্রের সদস্য।