হাজারীবাগে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী নিহত

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

হাজারীবাগ থানা পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম রুহুল আমিন তাসিন (২৫)। তিনি নিউমার্কেট এলাকার একটি দোকানে কাজ করতেন। আহত ব্যক্তিরা হলেন মো. ফারুক (২৪) ও আসিক (২৪)। তাঁরাও দোকানকর্মী।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ছামমাক হোসেন বলেন, তিন বন্ধু একটি মোটরসাইকেলে চড়ে হাজারীবাগ এলাকায় একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন।

মোটরসাইকেল চালাচ্ছিলেন রুহুল আমিন। পথে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলে ধাক্কা দিলে তাঁরা তিনজন রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই রুহুল আমিনের মৃত্যু হয়। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে; তবে চালক পালিয়ে গেছেন।  

এসআই আরও জানান, রুহুল আমিনের বাড়ি মাদারীপুর সদরে। বাবার নাম চান মিয়া। তিনি কামরাঙ্গীরচরের মাতবর বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।