শনিবার থেকে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া শুরু, সপ্তাহে পাবে ২০০ পরিবার

‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ নির্বাহী পরিষদের দ্বিতীয় সভা শেষে ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। ২১ অক্টোবর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া শুরু করছে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’। আগামীকাল শনিবার থেকে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ ব্যানারে এই সহায়তা প্রদান কার্যক্রম চলবে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিদের পরিবার পাবে পাঁচ লাখ, আহত ব্যক্তিরা পাবেন এক লাখ টাকা।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম এসব তথ্য জানান।

সারজিস আলম বলেন, আগামীকাল সকাল থেকে বিকেল পর্যন্ত সহায়তা দেওয়া হবে। প্রতি সপ্তাহে চারটি ধাপে ২০০ পরিবারকে সহায়তা দেওয়া হবে। আপাতত ঢাকা থেকে এই কার্যক্রম শুরু হচ্ছে। পর্যায়ক্রমে আট বিভাগেই শহীদ পরিবারকে সহায়তা দেওয়া হবে। প্রাথমিকভাবে প্রতিটি শহীদ পরিবারকে পাঁচ লাখ ও আহত ব্যক্তিরা এক লাখ করে টাকা পাবেন।

সহায়তার ক্ষেত্রে শহীদদের পাঁচ লাখ টাকার চেকের মাধ্যমে, আর আহত ব্যক্তিদের এক লাখ টাকা বিকাশে দেওয়া হবে বলে জানান সারজিস। শহীদদের পরিবারকে বিভিন্ন ভুয়া নম্বর থেকে কল দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘শুধু ১৬০০০ নম্বর থেকে শহীদ পরিবারকে কল দেওয়া হচ্ছে। প্রতিটি টাকার হিসাব যেন আমরা দিতে পারি, সেভাবেই কাজ করা হচ্ছে।’

আরও পড়ুন

জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে এখন পর্যন্ত ১ হাজার ৬০০ জনের বেশি শহীদ এবং ২৪ হাজার আহত ব্যক্তির পরিচয় প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হয়েছে। তালিকাটি বারবার যাচাই করা হচ্ছে। আহত ব্যক্তিদের পুনর্বাসনের কাজও ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হবে।