মেয়ের জন্য বাজার রেখে কর্মস্থলে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় বাবা নিহত
রাজধানীর কারওয়ান বাজারের কাঠপট্টি এলাকায় পাশাপাশি চলা দুই ট্রেনের মাঝখানে পড়ে যান ভোজেন্দ্র চন্দ্র মণ্ডল (৬০)। এ সময় তিনি মাথায় আঘাত পান। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও থানার উপপরিদর্শক তৌকির আহমেদ এসব তথ্য জানান।
ভোজেন্দ্রের ছেলে বিনয় চন্দ্র মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘বাসায় বোন বেড়াতে এসেছেন। তাঁদের জন্য বাজার করেন বাবা। বাজার বাসায় রেখে কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন। এর কিছুক্ষণ পরেই দুর্ঘটনার খবর পাই।’
উপপরিদর্শক তৌকির আহমেদ প্রথম আলো বলেন, ‘কারওয়ান বাজারে ডিআইটি মার্কেটের পেছনে কাঠপট্টি এলাকায় রেলক্রসিং ধরে পার হওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ সময় পাশাপাশি লাইনে চলা দুটি ট্রেনের মাঝখানে পড়ে মাথায় আঘাত পেয়ে ভোজেন্দ্র চন্দ্র পড়ে যান বলে তাঁর পরিবারের কাছ থেকে জানতে পেরেছি। তাঁকে উদ্ধার করে আশপাশের মানুষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় তিনি মৃত্যুবরণ করেন।’
পেশায় কাঠ ব্যবসায়ী ভোজেন্দ্র চন্দ্র মণ্ডল পরিবার নিয়ে তেজগাঁও খ্রিষ্টানপাড়ায় বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানে।