বিমানে চাকরি: কেন্দ্রে প্রশ্নপত্র আসেনি, পরীক্ষা দিতে না পেরে সড়কে চাকরিপ্রার্থীরা

বিমান বাংলাদেশ এয়ারলাইনসফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে প্রাথমিক বাছাই ও লিখিত পরীক্ষা ছিল আজ বেলা তিনটায়। ঢাকার মোহাম্মদপুরের লালমাটিয়া সরকারি মহিলা কলেজ কেন্দ্রে চাকরিপ্রার্থীরা পরীক্ষা দিতে যথাসময়ে উপস্থিত হলেও প্রশ্নপত্র আসেনি। ফলে তাঁরা পরীক্ষা দিতে পারেননি। এমন পরিস্থিতিতে বিকেল সাড়ে চারটার পর তাঁরা মোহাম্মদপুরের আসাদ গেট এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

রেজাউল ইসলাম নামের এক চাকরিপ্রার্থী প্রথম আলোকে বলেন, তাঁর কেন্দ্র ছিল লালমাটিয়া সরকারি মহিলা কলেজ। পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘণ্টা অপেক্ষার পরও প্রশ্নপত্র আসেনি। ফলে পরীক্ষা হয়নি। কেন্দ্রে পরীক্ষার দায়িত্বপ্রাপ্তরা লিখিতভাবে জানান, প্রশ্নপত্র না আসায় পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। পরে তাঁরা জানতে পারেন, বিমানের এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এরপর তাঁরা সড়ক অবরোধ করেন। পুলিশের আশ্বাসে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সড়ক ছেড়ে পরীক্ষাকেন্দ্রের দিকে যান তাঁরা। তিনি বলেন, প্রায় দুই হাজার চাকরিপ্রার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) কাদের আহমেদ প্রথম আলোকে বলেন, চাকরিপ্রত্যাশীরা সড়ক অবরোধ করেছিলেন। পরে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।