রাজধানীতে কাজ দিতে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

ধর্ষণপ্রতীকী ছবি

রাজধানী ঢাকার পল্লবীতে বাসাবাড়িতে কাজ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগে পল্লবী থানা-পুলিশ সাগর (২২) নামের এ তরুণকে আটক করেছে। ভুক্তভোগী কিশোরী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ওই কিশোরীর মা জানিয়েছেন, তাঁর মেয়ে তিন দিন ধরে পল্লবী থানার পাশে স্বপ্ননগর এলাকায় একটি বাসায় কাজ করেছিল। কাজ শেষ করে আজ রোববার সকালে বাসায় ফেরার পথে এক তরুণ তাকে ভালো কাজ দেওয়ার কথা বলে একটি বাসায় নিয়ে ধর্ষণ করেন। অসুস্থ হয়ে গেলে ওই তরুণ এক বন্ধুর সাহায্যে তাঁর মেয়েকে মিরপুরের একটি হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ পল্লবী থানায় বিষয়টি জানায়।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন বলেন, এ ঘটনা জড়িত থাকার অভিযোগে এক তরুণকে আটক করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। তবে তার পরিবার এ বিষয়ে এখনো থানায় কোনো মামলা করেনি।