পল্লবীতে ভবনে আগুন, এক নারীর লাশ উদ্ধার
রাজধানীর পল্লবীতে (বর্ধিত) একটি বহুতল ভবনের অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিনির্বাপণের পর ওই ভবন থেকে ৭০ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ১২ তলা ওই ভবনের অষ্টম তলায় এই অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার ১৭ মিনিট পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অগ্নিনির্বাপণের কাজ শুরু করে। ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানো হয় ৭টা ৩৮ মিনিটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম প্রথম আলোকে বলেন, অগ্নিনির্বাপণের পর ওই ভবনের আটতলার রান্নাঘর থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ধোঁয়ার কারণে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর নাম মাসুদা বেগম। ঘটনার সময় বাসার অন্যরা বেরোতে পারলেও তিনি পারেননি। মরদেহটি রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হকের কাছে হস্তান্তর করা হয়েছে।