ওয়ারী থানার ফটকের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর ওয়ারী থানার ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুবৃর্ত্তরা। আজ রোববার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, উড়ালসড়কের ওপর থেকে থানার ফটকে ককটেল ছুড়ে মারা হয়েছে। খবর পেয়ে পুলিশের বোমা নিষ্ক্রীয়কারী দল ঘটনাস্থলে ছুটে এসেছে।
ওয়ারী থানার উপপরিদর্শক সাদ্দাম হোসেন প্রথম আলোকে বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। কাউকে আটক করা যায়নি।
পুলিশ সূত্র জানায়, থানার ফটকে ককটেল বিস্ফোরণের খবর শুনে ঘটনাস্থলে ছুটে এসেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।