নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। ঢাকা, ৭ ফেব্রুয়ারিছবি: শুভ্র কান্তি দাশ

হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া ব্যক্তিদের মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। চাকরিতে পুনর্বহালের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেওয়ার সময় জলকামান ব্যবহার করে ও ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মনসুর প্রথম আলোকে বলেন, আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন নিয়োগ বাতিল হওয়া দুই শতাধিক প্রার্থী। হাইকোর্টের রায়ে তাঁদের নিয়োগ বাতিল হয়েছিল। প্রার্থীরা তাঁদের নিয়োগ বহালের দাবিতে হেয়ার রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করতে যান। একপর্যায়ে রমনা পার্কের কাছে পুলিশের বাধা ডিঙিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় পুলিশ জলকামান দিয়ে গরম পানি ছিটিয়ে ও ধাওয়া দিয়ে তাঁদের সরিয়ে দেয়।

আরও পড়ুন

রমনা থানার ওসি ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, আন্দোলনকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে আন্দোলনকারীরা পরিবাগ মোড়সংলগ্ন হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে সরে যান।