ঢাকায় কাল ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাসপ্রতীকী ছবি

জরুরি গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য আগামীকাল বৃহস্পতিবার ঢাকার কিছু এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর ফলে কাল বেলা ১টা থেকে রাত ২টা পর্যন্ত গ্যাস পাবেন না এসব এলাকার গ্রাহকেরা।

এলাকাগুলো হলো কুর্মিটোলা হাসপাতাল, হোটেল র‍্যাডিসন, আরপিজিসিএল, ঢাকা রিজেন্সি, খিলক্ষেত এলাকা, কনকর্ড সিটি (নদীর পাড় পর্যন্ত), হোটেল লো মেরিডিয়েন, বলাকা ভবন, হাজি ক্যাম্প, কাওলার বিমানবন্দর ক্যাটারিং হাউস, সিভিল এভিয়েশন কোয়ার্টারসহ সংলগ্ন এলাকা।

আজ বুধবার তিতাস গ্যাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাল গ্যাস সরবরাহ বন্ধ থাকার সময় জোয়ার সাহারা, নিকুঞ্জ ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

ঢাকার বিভিন্ন এলাকায় নিয়মিত গ্যাস পাইপলাইনের সংস্কার করছে দেশের বৃহত্তম গ্যাস বিতরণ সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।