আন্দোলনে নিহত শিক্ষার্থীর নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভবনের নামকরণের দাবি

কোটা সংস্কার আন্দোলনে নিহত ইকরামুল হক সাজিদের নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমি ভবনের নামকরণের দাবিতে একটি ব্যানার ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরাছবি: প্রথম আলো

কোটা সংস্কার আন্দোলনে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের নামে বিশ্ববিদ্যালয়ের ‘নতুন একাডেমিক ও প্রশাসনিক ভবনের’ নামকরণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন তাঁরা।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হুমায়ুন কবীরের কাছে আবেদনটি জমা দেওয়া হয়। এতে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা শহীদ ইকরামুল হক সাজিদের স্মৃতি রক্ষার্থে নতুন একাডেমিক ভবনের নাম পরিবর্তন করে “শহীদ সাজিদ একাডেমিক ভবন” করার জন্য দাবি জানাচ্ছি।’

ইকরামুল হক সাজিদ
ছবি: সংগৃহীত

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হুমায়ুন কবীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ভবনের নাম পরিবর্তন করতে হলে সিন্ডিকেট সভায় অনুমোদনের প্রয়োজন। নতুন উপাচার্য যোগ দেওয়ার পর সিন্ডিকেট সভায় বিষয়টি উঠবে। আশা করা যাচ্ছে, তখন বিষয়টি অনুমোদিত হবে।

এদিকে কোষাধ্যক্ষের কাছে আবেদন জমা দেওয়ার পর বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীদের একটি অংশ নতুন একাডেমিক ভবনের ফটকে ‘শহীদ সাজিদ একাডেমিক ভবন’ লেখা একটি ব্যানার ঝুলিয়ে দেয়।

আরও পড়ুন

ইকরামুল হক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর সহপাঠীরা জানান, ৪ আগস্ট রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে মারা যান তিনি।