তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি না দেওয়া পর্যন্ত অনশনের ঘোষণা

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের অনশন কর্মসূচি চলছে। ঢাকা, ৩০ জানুয়ারিছবি: ড্রিঞ্জা চাম্বুগং

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কলেজটির শিক্ষার্থীরা। এর আগে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করাসহ সাত দফা দাবিতে আজ বেলা সাড়ে ১১টার দিকে মহাখালীতে কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এতে আমতলী ও  গুলশান ১–এর মধ্যকার সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।

বিকেল সোয়া চারটার দিকে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান হ্যান্ডমাইকে এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমরা আর কোথাও যাব না। কারও আসতে হলে তিতুমীরের সামনে আসতে হবে। এখানে এসে তিতুমীরের সামনেই বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির ঘোষণা দিতে হবে। রাষ্ট্র আমাদের সঙ্গে দ্বিচারিতামূলক আচরণ করছে। তারা আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই সাত কলেজের সমন্বয়ে আলাদা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা করছে।’

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করাসহ ৭ দফা দাবিতে গতকাল বুধবার বিকেল ৫টা থেকে তিতুমীর কলেজের ৫ শিক্ষার্থী অনশন শুরু করেন। আজ সেই অনশনে আরও দুজন যুক্ত হন। তবে আজ সকালে কলেজ কর্তৃপক্ষ অনশনকারী শিক্ষার্থীদের তাচ্ছিল্য করেছে, এমন দাবি নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে কলেজের সামনে সড়কে নেমে আসেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা। তাঁরা সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ করে দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে বিভিন্ন গন্তব্যে যাওয়া সাধারণ মানুষকে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে।

অন্যদিকে বেলা আড়াইটার দিকে সড়কে অনশন ও বিক্ষোভকারী শিক্ষার্থীরা একটি সংবাদ সম্মেলন করেন। এতে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আলী আহাম্মেদ বলেন, তাঁদের আগের দাবিগুলোর সঙ্গে নতুন দাবি যুক্ত হয়েছে। সেটি হলো, কলেজের এই প্রশাসনকে সরাতে হবে।

আরও পড়ুন